পরিচ্ছদঃ ৭.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮১
عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ لَمْ أَكُنْ لَّيْلَةَ الْجِنِّ مَعَ رَسُوْلِ اللهِ ﷺ. رَوَاهُ مُسْلِمٌ
সাহীহ সুত্রে ইব্নু মা্’উদ (রাঃ)–এর অপর ছাত্র ‘আলকামাহ্ হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ ইব্নু মাস্’উদ (রাঃ) বর্ণনা করেন, ‘আমি জিনের রাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সাথে ছিলাম না। [৫০৩] [১]
[১] সহীহ : মুসলিম ৪৫০।