পরিচ্ছদঃ ৪.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৩
وَرَوَاهُ أَحْمَدُ وأَبُوْ دَاوٗدَ عن أَبِيْ هُرَيْرَةَ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আহমাদ ও আবূ দাঊদে আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে হাদীসটি বর্ণিত। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১০১।