পরিচ্ছদঃ
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১
رَوَاهُ التِّرْمِذِيُّ عَن مُعَاذِ بْنِ أَنَسٍ مَعَ تَقْدِيْمٍ وَتَأْخِيْرٍ فِيْهِ : فَقَدِ اسْتَكْمَلَ إِيْمَانَه
মু‘আয ইবনু আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
বর্ণনা করেছেন এবং এতে বর্ণিত হয়েছে, সে তার ঈমান পরিপূর্ণ করে নিয়েছে। [১]
[১] হাসান : তিরমিযী ২৫২১, সহীহুত্ তারগীব ৩০২৮।