পরিচ্ছদঃ ১০.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৬৭৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৬৭৫
وَفِىْ رِوَايَةِ أَحْمَدَ وَالنَّسَائِىِّ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «إِذَا رَمَى الْجَمْرَةَ فَقَدْ حَلَّ لَه كلُّ شَىْءٍ إِلَّا النِّسَاءَ
আহমাদ ও নাসায়ী ইবনু ‘আব্বাস হতে বর্ণিতঃ
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ যখন কেউ জামারাতুল ‘আক্বাবায়ে পাথর মারা শেষ করবে তার জন্য স্ত্রী সহবাস ছাড়া আর অন্য সব কাজ হালাল হয়ে যাবে।[১]
[১] সহীহ : নাসায়ী ৩০৮৪, আহমাদ ২০৯০, ইবনু মাজাহ ৩০৪১।