পরিচ্ছদঃ ৮.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৬৫৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৬৫৩
عَنْ عَلِىٍّ وَعَائِشَةَ رَضِيَ اللّٰهُ عَنْهُمَا قَالَا: نَهٰى رَسُوْلُ اللّٰهِ ﷺ أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأسَهَا. رَوَاهُ التِّرْمِذِىُّ
আলী ও ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁরা উভয়ে বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মাথার চুল মুড়াতে নিষেধ করেছেন। (তিরমিযী)[১]
[১] য‘ঈফ : নাসায়ী ৫০৪৯, তিরমিযী ৯১৪, ৯১৫, রিয়াযুস্ সলিহীন ১৬৪৯, য‘ঈফ আল জামি‘ ৫৯৯৮, য‘ঈফাহ্ ৬৭৮।