পরিচ্ছদঃ
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৬৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৬৪
وَرَوَاهُ الْبَيْهَقِيُّ فِىْ شُعَبِ الإِيْمَانِ عَنِ ابْنِ عُمَرَ مِنْ قَوْلِه : مَنْ جَعَلَ الْهُمُوْمَ إِلى اۤخِرِه
বায়হাক্বী হতে বর্ণিতঃ
বায়হাক্বী এ হাদীসকে শু'আবুল ঈমানে ইবনু ‘উমার (রাঃ) থেকে তার বক্তব্য হিসেবে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন।” [১]
[১] সহীহ : শু‘আবুল ঈমান ১০৩৪০।