পরিচ্ছদঃ ১.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৫৪৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৫৪৮
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِىَّ ﷺ لَبَّدَ رَأْسَه بِالْغِسْلِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঠালো বস্তু দিয়ে মাথার চুল জড়ো করেছিলেন। (আবূ দাঊদ)[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৭৪৮, মুসতাদ্রাক লিল হাকিম ১৬৫০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৯৭৬। কারণ এর সনদে মুহাম্মাদ ইবনু ইসহাক একজন মুদাল্লিস রাবী।