পরিচ্ছদঃ ৭.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৪৮৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৪৮৬
وَعَنْ أَبِىْ مَالِكٍ الْأَشْجَعِىْ عَنْ أَبِيهِ قَالَ: كَانَ الرَّجُلٌ إِذَا أَسْلَمَ عَلَّمَهُ النَّبِىْ ﷺ الصَّلَاةَ ثُمَّ أَمَرَه أَنْ يَدْعُوَ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ: «اَللّٰهُمَّ اغْفِرْ لِىْ وَارْحَمْنِىْ وَاهْدِنِىْ وَعَافِنِىْ وَارْزُقْنِىْ». رَوَاهُ مُسْلِمٌ
আবূ মালিক আল আশ্‘জা‘ঈ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি তার পিতা হতে বর্ণনা করেন। তার পিতা বলেন, যখন কোন লোক ইসলাম গ্রহণ করতেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম সলাত শিক্ষা দিতেন। তারপর তাকে এ পূর্ণ বাক্যগুলো পড়ে দু‘আ করতে আদেশ করতেন,‘‘আল্ল-হুম্মাগফিরলী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়া ‘আ-ফিনী, ওয়ারযুকনী’’(অর্থাৎ- হে আল্লাহ! আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমাকে পথ দেখাও, আমাকে শান্তিতে রাখো এবং আমাকে রিযক দান করো)। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ২৬৯৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ৮৪৮।