পরিচ্ছদঃ ৫.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৪৪১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৪৪১
وَعَنْ أَبِىْ مُوسٰى: أَنَّ النَّبِىَّ ﷺ كَانَ إِذَا خَافَ قَوْمًا قَالَ: «اَللّٰهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِىْ نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ». رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ
আবূ মূসা আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন দলের ব্যাপারে ভয় করতেন, তখন বলতেন, ‘‘আল্ল-হুম্মা ইন্না- নাজ্‘আলুকা ফী নুহূরিহিম ওয়ানা‘ঊযুবিকা মিন্ শুরূরিহিম’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমরা তোমাকে তাদের মোকাবেলা করলাম [তুমিই তাদের প্রতিহত কর] এবং তাদের অনিষ্টতা হতে তোমার কাছে আশ্রয় নিলাম)। (আহমাদ ও আবূ দাঊদ)[১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৫৩৭, আহমাদ ১৯৭২০, মু‘জামুল আওসাত ২৫৩১, মুসতাদারাক লিল হাকিম ২৬২৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০৩২৫, ইবনু হিববান ৪৭৬৫, আল কালিমুত্ব ত্বইয়্যিব ১২৫, সহীহ আল জামি‘ ৪৭০৬।