পরিচ্ছদঃ ২.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৩৩৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৩৩৭
وَرَوَاهُ أَحْمَدُ وَالدَّارِمِىُّ عَنْ أَبِىْ ذَرٍّ، وَقَالَ التِّرْمِذِىُّ: هٰذَا حَدِيْثٌ حَسَنٌ غَرِيْبٌ
আহমাদ ও দারিমী আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
ইমাম তিরমিযী (রহঃ) বলেন, হাদীসটি হাসান গরীব।[১]
[১] হাসান : আহমাদ ২১৪৭২, দারিমী ২৮৩০, শারহুস্ সুন্নাহ ১২৯২। তবে আহমাদণ্ডএর সানাদটি দুর্বল। কারণ এর সানাদে শাহর ইবনু হাওসাব একজন দুর্বল।