পরিচ্ছদঃ ১.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৩০৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৩০৭
وَعَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عُمَرٍو قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «الْحَمْدُ رَأْسُ الشُّكْرِ مَا شَكَرَ اللّٰهَ عَبْدٌ لَا يَحْمَدُه
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘‘আলহামদুলিল্লা-হ’’ বা প্রশংসা করা হলো সর্বোত্তম কৃতজ্ঞতা প্রকাশ করা। যে বান্দা আল্লাহর প্রশংসা করল না, সে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল না।[১]
[১] য‘ঈফ : শু‘আবূল ঈমান ৪০৮৫, য‘ঈফাহ্ ১৩৭২, য‘ঈফ আল জামি‘ ২৭৯০। কারণ এ সানাদে বিচ্ছিন্নতা রয়েছে কাতাদাহ্ ইবনু ‘আমর হতে শ্রবণ করেননি।