পরিচ্ছদঃ
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২১৮২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২১৮২
وَعَنْ عَلِىٍّ قَالَ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ يُحِبُّ هٰذِهِ السُّورَةَ ﴿سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلٰى﴾ رَوَاهُ أَحْمَدُ
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ‘‘সাব্বিহিস্মা রব্বিকাল আ‘লা-’’ ভালবাসতেন। (আহমদ)[১]
[১] খুবই দুর্বল : আহমাদ ৭৪২, য‘ঈফাহ্ ৪২৬৬, য‘ঈফ আল জামি‘ ৪৫৪২। কারণ এর সানাদে সুওয়ার ইবনু আবী ফাখিতাহ্ একজন দুর্বল রাবী।