পরিচ্ছদঃ ৭.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৩৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৩৭
وَعَنْ أَبِىْ ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرَ مَاءَهَا وَتَعَاهَدْ جِيْرَانَكَ» . رَوَاهُ مُسْلِمٌ
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যখন তরকারী রান্না করো, পানি একটু বেশী করে দিও এবং প্রতিবেশীর প্রতি লক্ষ্য রেখ। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ২৬২৫, দারিমী ২১২৪, শু‘আবুল ঈমান ৯০৯২।