পরিচ্ছদঃ ৭.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৩৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৩৫
وَعَنْ مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ: أَنَّهَا أَعْتَقَتْ وَلِيدَةً فِىْ زَمَانِ رَسُولِ اللّهِ ﷺ فَذَكَرَتْ ذلِكَ لِرَسُولِ اللّهِ ﷺ فَقَالَ: «لَوْ أَعْطَيْتِهَا أَخَوَالَكِ كَانَ أَعْظَمُ لِأَجْرِكِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
উম্মুল মু’মিনীন মায়মূনাহ্ বিনতু হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (একবার) রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর একটি দাসী আযাদ করে রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে উল্লেখ করলেন। তিনি বললেন, তুমি যদি এ দাসীটি তোমার মামাকে দিয়ে দিতে, তাহলে বেশী সাওয়াব হত। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ২৫৯২, মুসলিম ৯৯৯, ইবনু হিব্বান ৩৩৪৩, শু‘আবুল ঈমান ৩১৫১।