পরিচ্ছদঃ ৫.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯২
وَالْبَيْهَقِىُّ فِيْ شُعَبِ الإِيْمَانِ عَنِ النَّوَاسِ بْنِ سَمْعَانَ وَكَذَا التِّرْمِذِيُّ عَنْهُ اِلَّا أَنَّه ذَكَرَ أَخْصَرَ مِنْهُ
নাও্ওয়াস ইবনু সাম্‘আন (রাঃ) হতে বর্ণিতঃ
ইমাম তিরমিযীও একই সহাবী থেকে এটি বর্ণনা করেছেন, তবে অপেক্ষাকৃত সংক্ষিপ্তাকারে।