পরিচ্ছদঃ ৬.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮৯৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮৯৩
وَعَنْ جَابِرٍ وَحُذَيْفَةَ قَالَا: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «كُلُّ مَعْرُوْفٍ صَدَقَةٌ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
জাবির (রাঃ) ও হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
জাবির ও হুযায়ফাহ্ (রাঃ) একত্রে বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রত্যেক নেক কাজই সদাক্বাহ্। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৬০২১, মুসলিম ১০০৫, আবূ দাঊদ ৪৯৪৭, আত্ তিরমিযী ১৯৭০, ইবনু আবী শায়বাহ্ ২৫৪২৬, আহমাদ ২৩৩৭০, ইবনু হিব্বান ৩৩৭৮, সহীহ আল জামি‘ আস্ সগীর ৪৫৫৫।