পরিচ্ছদঃ ১.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮০৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮০৫
وَعَنْ سَهْلِ بْنِ أَبِىْ حَثْمَةَ حَدَّثَ أَنَّ رَسُولَ اللّهِ ﷺ كَانَ يَقُولُ: «إِذَا خَرَصْتُمْ فَخُذُوا وَدَعُوا الثُّلُثَ فَإِنْ لَمْ تَدَعُوا الثُّلُثَ فَدَعُوا الرُّبُعَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
সাহল ইবনু আবূ হাস্মাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রায়ই বলতেন, তোমরা যখন (আঙ্গুর অথবা খেজুরের যাকাত আন্দাজ অনুমান করবে) তখন এর দুই-তৃতীয়াংশ নিয়ে নিবে। আর এক-তৃতীয়াংশ ছেড়ে দিবে। যদি এক-তৃতীয়াংশ দিতে না পার তাহলে অন্ততঃ এক-চতুর্থাংশ দিবে। (তিরমিয), আবু দাউদ, নাসায়ী) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৬০৫, আত্ তিরমিযী ৬৪৩, নাসায়ী ২৪৯১, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৩১৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৪৪৩, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৪৭৬। আলবানী (রহঃ) বলেছেন, এ সানাদে রাবী ‘আবদুর রহমান ইবনু মাস‘ঊদ ইবনু নাইয়্যার সম্পর্কে হাফিয যাহাবী (রহঃ) বলেছেন, সে একজন অপরিচিত রাবী।