পরিচ্ছদঃ ৫.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭৪
وَعَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ اِتَّبِعُوا السَّوَادَ الاَعْظَمَ فَاِنَّه مَنْ شَذَّ شَذَّ فِى النَّارِ. رَوَاهُ ابن مَاجَةَ مِنْ حَدِيْثِ اَنَسٍ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: বৃহত্তম দলের অনুসরণ কর। কেননা, যে ব্যক্তি দল থেকে আলাদা হয়ে গেছে, সে বিচ্ছিন্ন হয়ে (পরিশেষে) জাহান্নামে যাবে। [১]
[১] য‘ঈফ : ইবনু মাজাহ্ ৩৯৫০। কারণ এর সানাদে আবূ খাল্ফ আল আ‘সা একজন দুর্বল রাবী।