পরিচ্ছদঃ ৬.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭২১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭২১
وَعَنْ عَمْرِو بْنِ حَزْمٍ قَالَ: رَانِي النَّبِيُّ ﷺ مُتَّكِئًا عَلى قَبْرٍ فَقَالَ: لَا تُؤْذِ صَاحِبَ هذَا الْقَبْرِ أَوْلَا تُؤْذِه. رَوَاهُ أَحْمَدُ
আমর ইবনু হাযম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একদিন আমাকে ক্ববরে হেলান দিয়ে বসে থাকতে দেখে বললেন, তুমি এ ক্ববরবাসীকে কষ্ট দিও না। অথবা বললেন, তুমি একে কষ্ট দিওনা। (আহমাদ) [১]
[১] হাসান : আহমাদ ২৪০০৯/৩৯, সহীহ আত্ তারগীব ৩৫৬৬।