পরিচ্ছদঃ ৫.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৬৯২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৬৯২
وَعَنْ أَبِىْ مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ: نَهى رَسُولُ اللّهِ ﷺ أَنْ يَقُومَ الْإِمَامُ فَوْقَ شَيْءٍ وَالنَّاسُ خَلْفَه يَعْنِىْ أَسْفَلَ مِنْهُ. رَوَاهُ الدَّرَاقُطْنِيْ وَأَبُوْ دَاوُدَ
আবূ মাস্‘ঊদ আল্ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইমামকে কোন কিছুর উপর (একা) ও মুক্তাদীগণ নীচে দাঁড়িয়ে সলাত আদায় করতে নিষেধ করেছেন। (দারাকুত্বনী, আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৫৯৭, দারিমী ১৮৮২, সহীহ আল জামি‘ আস্ সগীর ৬৮৪২।