পরিচ্ছদঃ ৫.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৬৭১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৬৭১
وَقَدْ رَوى فِىْ «شَرْحِ السُّنَّةِ» : أَنَّ النَّبِيَّ ﷺ حَمَلَ جَنَازَةَ سَعْدِ ابْن مَعَاذٍ بَيْنَ الْعَمُوْدَيْنِ
আর শারহুস্ সুন্নাহ্’য় হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সা'দ ইবনু মুআয (রাঃ)-এর লাশ দু' কাঠের মাঝে ধরে বহন করেছেন। [১]
[১] য‘ঈফ : ত্ববক্বাতু ইবনু সা‘দ ৩য় খন্ড ৪৩১। কারণ এর সানাদে ওয়াক্বিদী একজন মিথ্যুক রাবী।