পরিচ্ছদঃ ৪.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৬৪২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৬৪২
وَرَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ عَنْ أَبِي أُمَامَةَ
তিরমিযী ও ইবনু মাজাহ আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিরমিযী ও ইবনু মাজাহ্ আবূ উমামাহ্ (রা.) হতে। [১]
[১] য‘ঈফ : ইবনু মাজাহ্ ৩১৩০, আত্ তিরমিযী ১৫১৭, য‘ঈফ আত্ তারগীব ৬৭৯। কারণ আত্ তিরমিযী সানাদে ‘উফায়র ইবনু মা‘দান একজন দুর্বল রাবী। আর ইবনু মাজার সানাদে ‘আলী ইবনু ‘আসিম এবং আ‘ত্ব ইবনু আস্ সায়িব উভয়েই দুর্বল রাবী।