পরিচ্ছদঃ ৫৩.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৫১২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৫১২
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: مَا رَأَيْتُ رَسُولَ اللّهِ ﷺ ضَاحِكًا حَتّى أَرى مِنْهُ لَهَوَاتِه إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ فَكَانَ إِذَا رَأَى غَيْمًا أَوْ رِيْحًا عُرِفَ فِىْ وَجْهِه. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কখনো এতটা হাসতে দেখিনি যাতে তার আলা জিহবা দেখতে পেরেছি। তিনি মুচকী হাসতেন শুধু। তবে তিনি যখন ঝড়-তুফান দেখতেন তখন তার প্রভাব তার চেহারায় উদ্ভাসিত হয়েছে বলে বুঝা যেত। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৪৮২৮, ৪৮২৯, মুসলিম ৮৯৯, আবূ দাঊদ ৫০৯৮, আহমাদ ২৪৩৬৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৪৬২।