পরিচ্ছদঃ ৫২.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৯৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৯৯
وَعَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ ﷺ اسْتَسْقى فَأَشَارَ بِظَهْرِ كَفَّيْهِ إِلَى السَّمَاءِ. رَوَاهُ مُسلم
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একদিন আল্লাহর নিকট পানি চাইলেন এবং দু’হাতের পিঠ আসমানের দিকে করে রাখলেন। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৮৯৫, আহমাদ ১২৫৫৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৪৪৮।