পরিচ্ছদঃ ৫২.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৯৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৯৭
عَنْ عَبْدِ اللّهِ بْنِ زَيْدٍ قَالَ: خَرَجَ رَسُولُ اللّهِ ﷺ بِالنَّاسِ إِلَى الْمُصَلّى يَسْتَسْقِىْ فَصَلّى بِهِمْ رَكْعَتَيْنِ جَهَرَ فِيْهِمَا بِالْقِرَاءَةِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ يَدْعُو وَرَفَعَ يَدَيْهِ وَحَوَّلَ رِدَاءَه حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার বৃষ্টির জন্য লোকজন নিয়ে ঈদগাহতে গেলেন। তাদের নিয়ে তিনি দু’ রাক’আত সলাত আদায় করলেন। উচ্চৈঃস্বরে করে তিনি উভয় রাক’আতে ক্বিরা’আত পড়লেন। এরপর তিনি ক্বিবলামুখী হয়ে দু’হাত উঠিয়ে দু’আ করলেন। ক্বিবলামুখী হবার সময় তিনি তাঁর চাদর ঘুরিয়ে দিলেন। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১০২৫, মুসলিম ৮৯৪, আবূ দাঊদ ১১৬১, আত্ তিরমিযী ৫৫৬, নাসায়ী ১৫১৯।