পরিচ্ছদঃ ৫০.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৮৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৮৬
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: رَسُوْلُ اللهِ ﷺ حِيْنَ كَسَفَتِ الشَّمْسُ ثَمَانِ رَكْعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূর্যগ্রহণের সময় (দু' রাক'আত) সলাত আট রুকূ' ও চার সাজদায় আদায় করেছেন। (মুসলিম) [১]
[১] য‘ঈফ : মুসলিম ৯০৮, ইবনু আবী শায়বাহ্ ৮৩০০, দারিমী ১৫৬৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৩২২। শায়খ আলবানী (রহঃ) বলেছেন, হাদীসটি য‘ঈফ, যদিও ইমাম মুসলিম (রহঃ) হাদীসটি সহীহ মুসলিমে স্থান দিয়েছেন। কারণ এর সানাদে হাবীব বিন আবী সাবিত রয়েছেন, যিনি বিশ্বস্ত হলেও একজন মুদ্দালিস রাবী।