পরিচ্ছদঃ ৪৮.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৭৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৭৩
وَعَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ: الْأَضْحى يَوْمَانِ بَعْدَ يَوْمِ الْأَضْحى. رَوَاهُ مَالِكٌ
নাফি‘ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, 'আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) বলেন, কুরবানীর দিনের পরেও অর্থাৎ দশই যিলহাজ্জের পরেও দু'দিন কুরবানীর দিন অবশিষ্ট থাকে। [১]
[১] সহীহ : মুয়াত্ত্বা মালিক ১৭৭৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯২৫৪।