পরিচ্ছদঃ ৪৮.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৬৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৬৭
وَعَنْ مُجَاشِعٍ مِنْ بَنى سُلَيْمٍ أَنَّ رَسُولَ اللّهِ ﷺ كَانَ يَقُولُ: «إِنَّ الْجَذَعَ يُوفِي مِمَّا يُوفِي مِنْهُ الثَّنِيُّ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْنُ مَاجَهْ
বানী সুলায়ম গোত্রের এক সাহাবী মুজাশি' (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেন : ছয় মাস পূর্ণ ভেড়া এক বছর বয়সের ছাগলের কাজ পূরণ করে। (আবূ দাঊদ, নাসায়ী, ইবনু মাজাহ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ২৭৯৯, নাসায়ী ৪৩৮৩, ইবনু মাজাহ্ ৩১৪০, মুসতাদরাক লিল হাকিম ৭৫৩৯, ইরওয়া ১১৪৬।