পরিচ্ছদঃ ৪৮.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৫৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৫৬
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ: أَنَّ النَّبِيَّ ﷺ أَعْطَاهُ غَنَمًا يُقْسِمُهَا عَلى صَحَابَتِه ضَحَايَا فَبَقيَ عَتُوْدٌ فَذَكَرَهٌ لِرَسُولِ اللّهِ ﷺ فَقَالَ: «ضَحِّ بِه أَنْتَ» وَفِي رِوَايَةٍ قُلْتُ: يَا رَسُولَ اللّهِ ﷺ أَصَابَنِيْ جَذَعٌ قَالَ: «ضَحِّ بِه». (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার তাঁর সাহাবীদের মধ্যে কুরবানী করার জন্য বন্টন করার সময় ‘উক্ববাকে কতগুলো ছাগল-ভেড়া দিলেন। বন্টনের পর একটি এক বছরের বাচ্চা ছাগল রয়ে গেল। তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে তা জানালেন। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এটি তুমি কুরবানী করে দাও। অপর এক বর্ণনায় আছে, আমি বললাম হে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমার ভাগে তো একটি মাত্র বাচ্চা ছাগল রইল। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি এটাই কুরবানী করে দাও। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ২৩০০, মুসলিম ১৯৬৫, আত্ তিরমিযী ১৫০০, নাসায়ী ৪৩৭৯, ইবনু মাজাহ্ ৩১৩৮, ইবনু হিব্বান ৫৮৯৮।