পরিচ্ছদঃ ৪৭.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৪৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৪৩
وَعَنْ سَعِيدِ بْنِ الْعَاصِ قَالَ: سَأَلْتُ أَبَا مُوسى وَحُذَيْفَةَ: كَيْفَ كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُكَبِّرُ فِي الْأَضْحى وَالْفِطْرِ؟ فَقَالَ أَبُو مُوسى: كَانَ يُكَبِّرُ أَرْبَعًا تَكْبِيْرَه عَلَى الْجَنَازَةِ. فَقَالَ حُذَيْفَةُ: صَدَقَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
সা‘ঈদ ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আবূ মূসা আল আশ্’আরী ও হুযায়ফাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করছিলাম, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল আযহা ও ঈদুল ফিত্রের সলাতে কতবার তাকবীর বলতেন? তখন আবূ মূসা আল আশ্’আরী বললেন, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জানাযার তাকবীরের মতো চার তাকবীর বলতেন। এ জবাব শুনে হুযায়ফাহ্ (রাঃ) বললেন, তিনি ঠিকই বলেছেন। (আবূ দাউদ) [১]
[১] হাসান সহীহ : আবূ দাঊদ ১১৫৩, শারহু মা‘আনির আসার ৭২৭৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬১৮৩, সহীহাহ্ ২৯৯৭।