পরিচ্ছদঃ ৪৭.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৩৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৩৬
وَعَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللّهِ الْبَجَلِيُّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرى وَمَنْ لَمْ يَذْبَحْ حَتّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللهِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
জুনদুব ইবনু ‘আবদুল্লাহ আল বাজালী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যে ব্যক্তি সলাতের আগে যাবাহ করেছে সে যেন এর পরিবর্তে (সলাতের পরে) আর একটি যাবাহ করে। আর যে ব্যক্তি আমাদের সলাত আদায়ের পূর্ব পর্যন্ত যাবাহ করেনি সে যেন (সলাতের পর) আল্লাহ্র নামে যাবাহ করে (এটাই প্রকৃত কুরবানী)। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৫৫০০, মুসলিম ১৯৬০, নাসায়ী ৪৩৯৮, ইবনু হিব্বান ৫৯১৩, সহীহ আল জামি‘ ৬৪৮২।