পরিচ্ছদঃ ৪৩.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩৭৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩৭৯
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: «مَنْ تَرَكَ الْجُمُعَةُ مِنْ غَيْرِ ضَرُوْرَةٍ كُتِبَ مُنَافِقًا فِي كِتَابٍ لَا يُمْحى وَلَا يُبَدَّلُ» . وَفِي بَعْضِ الرِّوَايَاتِ ثَلَاثًا. رَوَاهُ الشَّافِعِي
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কোন কারণ ব্যতীত জুমু’আর সলাত ছেড়ে দেয়, তার নাম এমন কিতাবে মুনাফিক্ব হিসেবে লিখা হয় যা কখনো মুছে ফেলা যায় না, না পরিবর্তন করা যায়। কোন কোন বর্ণনায় রয়েছে, তিন জুমু’আহ্ পরিত্যাগ করার কথা আছে (তার জন্য এ শাস্তি)। (ইমাম শাফি’ঈ) [১]
[১] য‘ঈফ : মুসনাদুশ্ শাফি‘ঈ ৩৮১, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৬৫৭। এর সানাদে ইব্রাহীম ইবনু মুহাম্মাদ একজন মাতরূক রাবী এবং ইব্রাহীম ও ‘আবদুল্লাহ পিতা-পুত্র উভয়েই অপরিচিত রাবী।