পরিচ্ছদঃ ৪২.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩৬৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩৬৪
وَرَوى أَحْمَدُ عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ: أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ: أَخْبِرْنَا عَنْ يَوْمِ الْجُمُعَةِ مَاذَا فِيهِ مِنَ الْخَيْرِ؟ قَالَ: «فِيهِ خَمْسُ خلال» وسَاق إلى اۤخر الحَدِيث
ইমাম আহমাদ সা'দ ইবনু উবাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আনসারদের এক ব্যক্তি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এসে বললেন, আমাকে জুমু’আর দিন সম্পর্কে বলুন। এতে কি আছে? তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, এতে পাঁচটি বৈশিষ্ট রয়েছে। (বাকী হাদীস বর্ণনা পূর্ববৎ) [১]
[১] য‘ঈফ : আহমাদ ২২৪৫৭, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৩৭২৬।