পরিচ্ছদঃ ৪১.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩৪১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩৪১
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: كَانَ ذلِكَ قَدْ فَعَلَ رَسُولُ اللّهِ ﷺ قَصَرَ الصَّلَاةَ وَأَتَمَّ. رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন সফরকালে রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সব রকমই করেছেন। তিনি (সফর অবস্থায়) ক্বস্রও আদায় করতেন আবার পূর্ণ সলাতও আদায় করতেন। (শারহূস্ সুন্নাহ্) [১]
[১] য‘ঈফ : শারহুস্ সুন্নাহ্ ১০২৩। কারণ এর সানাদে ত্বলহাহ্ (রাঃ) ইবনু ‘আমর য‘ঈফ রাবী।