পরিচ্ছদঃ ৪০.
সলাতুত্ তাসবীহ
মিশকাতুল মাসাবিহ : ১৩৩১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩৩১
وَرَوَاهُ أَحْمَدُ عَنْ رَجُلٍ
ইমাম আহমাদ হতে বর্ণিতঃ
ইমাম আহ্মাদ এ হাদীস আর এক লোক হতে নকল করেছেন। [১]
[১] সহীহ : মুসনাদ (৫/৭২, ৩৭৭), হাকিম (১/২৬৩)। (যদিও আহমাদের সানাদটি ত্রুটিযুক্ত নয়)