পরিচ্ছদঃ ৪০.
সলাতুত্ তাসবীহ
মিশকাতুল মাসাবিহ : ১৩২৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩২৯
وَرَوَى التِّرْمِذِيُّ عَنْ أبىْ رَافِعٍ نَحْوَه
ইমাম তিরমিযী হতে বর্ণিতঃ
ইমাম তিরমিযী এ ধরনের বর্ণনা আবূ রাফি হতে নকল করেছেন। [১]
[১] সহীহ লিগায়রিহী : আত্ তিরমিযী ৪৮২।