পরিচ্ছদঃ ৩৮.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩২০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩২০
وَعَنْ أَبِىْ سَعِيْدٍ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُصَلِّي الضُّحى حَتّى نَقُولَ: لَا يَدَعُهَا وَيَدَعُهَا حَتّى نَقُولَ: لَا يُصَلِّيْهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিয়মিতভাবে চাশতের সলাত আদায় করতে থাকতেন। আমরা বলাবলি করতাম, তিনি হয়ত এ সলাত আর ছাড়বেন না। আর যখন ছেড়ে দিতেন অর্থাৎ বন্ধ করতেন, আমরা বলাবলি করতাম, তিনি হয়ত এ সলাত আর কখনো আদায় করবেন না। (তিরমিযী) [১]
[১] য‘ঈফ : আত্ তিরমিযী ৪৭৭, আহমাদ ১১১৫৫, শামায়েল ২৮৬, শারহুস্ সুন্নাহ্ ১০০২, ইরওয়া ৪৬০। কারণ এর সানাদে ‘আত্বিয়্যাহ্ আল আওফী এবং ফুযায়ল ইবনু মারযূকব দুর্বল রাবী।