পরিচ্ছদঃ ৩৮.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩১৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩১৪
وَرَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ عَنْ نُعَيْمِ بْنِ هَمَّارِ الْغَطَفَانِي وَأَحْمَدُ عَنْهُم
নু‘আয়ম ইবনু হাম্মার আল গাত্বাফানী হতে বর্ণিতঃ
এ হাদীসটি নু‘আয়ম ইবনু হাম্মার আল গাত্বাফানী থেকে আবূ দাঊদ ও দারিমী বর্ণনা করেছেন। আর ইমাম আহমাদ বর্ণনা করেছেন তাদের নিকট থেকে। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১২৮৯, আহমাদ ২২৪৭০, দারিমী ১৪৯২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৯০১, ইবনু হিব্বান ২৫৩৩, ইরওয়া ৪৬৫, সহীহ আল জামি‘ ৪৩৪২।