পরিচ্ছদঃ ৩৬.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৯১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৯১
وَعَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ ﷺ قَنَتَ شَهْرًا ثُمَّ تَرَكَه. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একাধারে এক মাস পর্যন্ত (রুকূ‘র পরে) ‘দু‘আ কুনূত’ পাঠ করেছেন। তারপর তিনি (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা ত্যাগ করেছেন। (আবূ দাঊদ, নাসায়ী) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৪৪৫, নাসায়ী ১০৭৯, আহমাদ ১২৯৯০, ১৩৬০১, ১৩৬৪১।