পরিচ্ছদঃ ৩৫.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৭৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৭৫
وَفِي رِوَايَةٍ لِلنَّسَائِيِِّ عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ قَالَ: كَانَ يَقُولُ إِذَا سَلَّمَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوْسِ» ثَلَاثًا وَيَرْفَعُ صَوْتَهُ بالثَّالِثَةِ
‘আবদুর রহমান ইবনু আবযা হতে বর্ণিতঃ
নাসায়ীর একটি বর্ণনা ‘আবদুর রহমান ইবনু আবৃযা তার পিতা হতে নকল করেছেন : তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাম ফিরাতেন, তিনবার বলতেন "সুবহা-নাল মালিকিল কুদ্দূস", তৃতীয়বার উচ্চৈঃস্বরে বলতেন। [১]
[১] সহীহ : নাসায়ী ১৭৩২।