পরিচ্ছদঃ ৩৫.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৬৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৬৯
وَعَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ قَالَ: سَأَلْنَا عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا بِأَيِّ شَيْءٍ كَانَ يُوتِرُ رَسُولُ اللّهِ ﷺ؟ قَالَتْ: كَانَ يَقْرَأُ فِي الْأُوْلى بِــ ﴿سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلى﴾ [الأعلى 87 : 1] وَفِي الثَّانِيَةِ بِــ ﴿قُلْ يَا أَيُّهَا الْكَافِرُوْنَ﴾ [الكافرون 109 : 1]، وَفَى الثَّالِثَةِ بِــ ﴿قُلْ هُوَ اللّهُ أحَدٌ﴾ [الإخلاص 112 : 1] وَالْمُعَوِّذَتَيْنِ» وَرَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُوْ دَاوُدَ
‘আবদুল ‘আযীয ইবনু জুরায়জ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা আয়িশাহ (রাঃ) -কে প্রশ্ন করেছিলাম, রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিতরের সলাতে কোন কোন সূরাহ পড়তেন? আয়িশাহ (রাঃ) বললেন, তিনি প্রথম রাকাআতে সাবিহিস্মা রব্বিকাল আ'লা- দ্বিতীয় রাকাআতে কুল ইয়া- আইয়াহাল কা-ফিরুন এবং তৃতীয় রাকাআতে ‘কুল হুওয়াল্ল-হু আহাদ’, ‘কুল আ‘উয়ু বিরব্বিল ফালাক্ব’ ও ‘কুল আ‘উয়ু বিরব্বিন না-স’ পড়তেন। (তিরমিয়ী, আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৪২৪, আত্ তিরমিযী ৪৬৩, ইবনু মাজাহ্ ১১৭৩, আহমাদ ২৫৯০৬।