পরিচ্ছদঃ ৩৫.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৬২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৬২
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: أَوْصَانِىْ خَلِيلِىْ بِثَلَاثٍ: صِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ ورَكْعَتَي الضُّحى وَأَنْ أُوْتِرُ قَبْلَ أَنْ أَنَامَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমার বন্ধু (রসূলুল্লাহ) আমাকে তিনটি বিষয়ে ওয়াসিয়্যাত করেছেন : প্রতি মাসে তিনটি সওম পালন করতে, যুহা’র দু’ রাক‘আত সলাত (ইশরাক অথবা চাশত) পড়তে এবং ঘুমাবার পূর্বে বিতরের সলাত আদায় করতে। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১৯৮১, মুসলিম ৭২১।