পরিচ্ছদঃ ৩৪.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৫৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৫৩
وَعَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ قَالَ: قَالَ رَجُلٌ مِنْ خُزَاعَةَ: لَيْتَنِىْ صَلَّيْتُ فَاسْتَرَحْتُ فَكَأَنَّهُمْ عَابُوْا ذلِكَ عَلَيْهِ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُوْلُ: «أَقِمِ الصَّلَاةَ يَا بِلَالُ أَرِحْنَا بِهَا» رَوَاهُ أَبُو دَاوُدَ
সালিম ইবনুল আবী জা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, খুযা’আহ্ গোত্রের এক লোক বলল, হায় আমি যদি সলাত আদায় করতাম, আরাম পেতাম। লোকেরা তার কথা শুনে মন খারাপ করল। তখন লোকটি বলল, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)–কে বলতে শুনেছি : হে বিলাল! সলাতের জন্যে ইক্বামাত দাও। এর দ্বারা আমাকে আরাম দাও। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৪৯৮৫।