পরিচ্ছদঃ ৩৩.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৩৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৩৮
وَعَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذا أَيْقَظَ الرَّجُلُ أَهْلَه مِنَ اللَّيْلِ فَصَلَّيَا أَوْ صَلّى رَكْعَتَيْنِ جَمِيعًا كُتِبَا فِي الذَّاكِرِيْنَ وَالذَّاكِرَاتِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْنُ مَاجَهْ
আবূ সা‘ঈদ আল্ খুদরী ও আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তারা বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন : যখন কোন তার স্ত্রীকে ঘুম থেকে উঠায় ও উভয়ে এক সাথে সলাত আদায় করে অথবা তিনি এ কথা বলেছেন, তাদের প্রত্যেকে দু’ রাক্’আত করে সলাত এক সাথে পড়ে, তাহলে এ দুই (স্বামী-স্ত্রী) লোকের নাম আল্লাহকে স্মরণকারী নর ও নারীদের দলের মাঝে লিপিবদ্ধ করা হয়। (আবূ দাঊদ, ইবনু মাজাহ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৩০৯, ইবনু মাজাহ্ ১৩৩৫, সহীহ আত্ তারগীব ৬২৬।