পরিচ্ছদঃ ৩২.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২১৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২১৬
وَعَنْ شَرِيقٍ الْهَوْزَنِيِّ قَالَ: دَخَلْتُ عَلى عَائِشَةَ فَسَأَلْتُهَا: بِمَ كَانَ رَسُولُ اللّهِ ﷺ يَفْتَتِحُ إِذَا هَبَّ مِنَ اللَّيْلِ فَقَالَتْ: سَأَلْتَنِىْ عَنْ شَيْءٍ مَا سَأَلَنِي عَنْهُ أَحَدٌ قَبْلَكَ كَانَ إِذَا هَبَّ مِنَ اللَّيْلِ كَبَّرَ عَشْرًا وَحَمِدَ اللّهَ عَشْرًا وَقَالَ: «سُبْحَانَ اللّهِ وَبِحَمْدِه عَشْرًا» وَقَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوْسِ» عَشَرًا وَاسْتَغْفَرَ عَشْرًا وَهَلَّلَ عَشْرًا ثُمَّ قَالَ: «اللّهُمَّ إِنِّىْ أَعُوذُ بِكَ مِنْ ضِيْقِ الدُّنْيَا وَضِيْقِ يَوْمِ الْقِيَامَةِ» عَشْرًا ثمَّ يفْتَتِحُ الصَّلَاةَ. رَوَاهُ أَبُوْ دَاوُدَ
শারীকুল হাওযানী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ‘আয়িশাহ্ (রাঃ)-এর নিকট গিয়ে প্রশ্ন করেছি, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) রাত্রে ঘুম থেকে সজাগ হওয়ার পর কোন জিনিস দিয়ে ‘ইবাদত আরম্ভ করতেন? ‘আয়িশাহ্ (রাঃ) বললেন, তুমি আমাকে এমন বিষয়ে জিজ্ঞেস করেছ যা তোমার পূর্বে আমাকে কোন লোক জিজ্ঞেস করেনি। তিনি রাত্রে ঘুম থেকে জেগে উঠার পর প্রথম দশবার ‘আল্ল-হু আকবার’ পাঠ করতেন। ‘আলহাম্দু লিল্লা-হ’ বলতেন দশবার। “সুব্হা-নাল্ল-হি ওয়া বিহাম্দিহী” পাঠ করতেন দশবার। “সুব্হা-নাল মালিকিল কুদ্দূস” পাঠ করতেন দশবার। ‘আস্তাগ্ফিরুল্ল-হ’ পাঠ করতেন দশবার। ‘লা-ইলা-হা ইল্লাল্লা-হ’ পাঠ করতেন দশবার। আর দশবার পড়তেন এ দু’আ, “আল্ল-হুম্মা ইন্নী আ’ঊযুবিকা মিন যীক্বিদ্ দুন্ইয়া ওয়া যীক্বি ইয়াওমিল ক্বিয়া-মাহ্”। এরপর তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) (তাহাজ্জুদের) সলাত আরম্ভ করতেন। (আবূ দাঊদ) [১]
[১] হাসান সহীহ : আবূ দাঊদ ৫০৮৫।