পরিচ্ছদঃ ৩১.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২০৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২০৫
وَعَنْ أَبِىْ ذَرٍّ قَالَ: قَامَ رَسُولُ اللّهِ ﷺ حَتّى أَصْبَحَ بِايَةٍ وَالْايَةُ: ﴿إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإنَّك أَنْت الْعَزِيْزُ الْحَكِيْمُ﴾ [المائدة 5 : 118] رَوَاهُ النَّسَائِيّ وَابْنُ مَاجَهْ
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, (এক রাত্রে) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাহাজ্জুদের সলাতে ভোর পর্যন্ত দাঁড়িয়ে একটি মাত্র আয়াত পড়তে থাকলেন, আয়াতটি এই “ইন তু‘আয্যিব হুম ফায়িন্নাহুম ‘ইবা-দুকা ওয়া ইন তাগ্ফির লাহুম ফায়িন্নাকা আন্তাল ‘আযীযুল হাকীম” অর্থাৎ “হে আল্লাহ! যদি তুমি তাদেরকে আযাব দাও তাহলে তারা তোমার বান্দা। আর যদি তুমি তাদেরকে মাফ করো, তাহলে তুমি সবচেয়ে শক্তিশালী ও প্রজ্ঞাময়”- (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ১১৮)। (নাসায়ী, ইবনু মাজাহ) [১]
[১] হাসান : নাসায়ী ১০১০, ইবনু মাজাহ্ ১৩৫০।