পরিচ্ছদঃ ৩১.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৯০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৯০
وَعَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا صَلّى رَكْعَتَيِ الْفَجْرِ اضْطَجَعَ عَلى شِقَّهِ الْأَيْمَنِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
উক্ত রাবী [‘আয়িশাহ্ (রাঃ)] হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ফাজ্রের দু’ রাক্’আত সুন্নাত সলাত আদায় করে নিজের ডান পাঁজরের উপর শুয়ে যেতেন। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১১৬০, মুসলিম ৭৩৬।