পরিচ্ছদঃ ৩০.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৭৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৭৫
وَعَنْهَا قَالَتْ: مَا صَلّى رَسُولُ اللّهِ ﷺ الْعِشَاءَ قَطُّ فَدَخَلَ عَلَيَّ إِلَّا صَلّى أَرْبَعَ رَكْعَاتٍ أَو سِتّ رَكْعَات. رَوَاهُ أَبُو دَاوُدَ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) যে সময়ই ‘ইশার সলাত আদায় করে আমার নিকট আসতেন, চার অথবা ছয় রাক্‘আত সুন্নাত সলাত অবশ্যই আদায় করতেন। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৩০৩, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৪১৮৭। কারণ এর সানাদে মুক্বাতিল ইবনু বাশীর একজন অপরিচিত রাবী।