পরিচ্ছদঃ ৩০.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৭২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৭২
وَعَنْ عَلِيٍّ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُصَلِّىْ قبل الْعَصْر رَكْعَتَيْنِ. رَوَاهُ أَبُو دَاوُد
‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ‘আসরের পূর্বে দু’ রাক্‘আত সলাত আদায় করতেন। (আবূ দাঊদ) [১]
[১] শায : আর أربع ركعات শব্দে মাহফূয; আবূ দাঊদ ১২৭২।