পরিচ্ছদঃ ৩০.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৬১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৬১
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ لَا يُصَلِّىْ بَعْدَ الْجُمُعَةِ حَتّى يَنْصَرِفَ فَيُصَلِّىْ رَكْعَتَيْنِ فِي بَيْتِه. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) জুমু’আর সলাতের পর কামরায় পৌছার পূর্বে কোন সলাত আদায় করতেন না। কামরায় পৌঁছার পর তিনি দু’ রাক্’আত সলাত আদায় করতেন। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৯৩৭, মুসলিম ৮৮২।